নারায়ণগঞ্জ

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে মহান মে দিবসে আলোচনা সভা

নিউজ টি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মে) সকাল ১১টায় ফতুল্লা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমানে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা মোবারক চৌধুরী হান্না, নুরু ইসলাম মেম্বার ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আহবমান কাল ধরে শ্রমিক শ্রেণির সংগ্রাম চলে আসছে। শ্রমিক শ্রেণির এই সংগ্রাম চলবেই। শ্রমিকদের মধ্যে বিভাজন করতে পারলেই মালিকপক্ষ সফল। শ্রমিক শ্রেণি যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে মালিকপক্ষ বিভাজন তৈরি করতে পারবে না।

বক্তারা বলেন, যুগে যুগে সাংবাদিকরা তাদের অধিকার আদায়ে সংগ্রাম করে আসছে। ঐক্যের মধ্যে আলাদা শক্তি আছে। ঐক্য, সহমর্মিতা অধিকার আদায়ের সবচেয়ে বড় হাতিয়ার।

ক্লাবের সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মোঃ আশরাফুল হক আশু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজীব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল চৌধুরী, সমাজ কল্যান সম্পাদক ফজলুল হক পলাশ, সদস্য আবু সাঈদ, মরিয়ম আক্তার রুমা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *