ফতুল্লা ইউপির উপনির্বাচনে ভোট কেন্দ্রে থাকবে ৭শ’ ৬৫ জন আনসার ও ভিডিপি সদস্য
জাহাঙ্গীর হোসেনঃ
আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে চেয়ারম্যান পদে উপনির্বাচন। উক্ত নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় মোট ৭৬৫জন আনসার ও ভিডিপি সদস্য ৪৫টি ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয় মাঠে নির্বাচনের প্রতিটি ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েনের জন্য ৪শ’ ৫০জন পুরুষ ও ৩শ’ ১৫জন মহিলা আনসার ও ভিডিপি সদস্য বাছাই করা হয়।
সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মোস্তফা কামাল জানান, আমার উর্ধতন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার’র নির্দেশনায় বাছাই কার্যক্রমে ১৮-৪৫ বছর বয়স্ক প্রশিক্ষণপ্রাপ্ত পুরুষ ও মহিলা সদস্যের তালিকা তৈরি করা হয় যাদের পূর্বে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেয়া হয়।
বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক খায়রুল আলম, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ফাতেমা বেগম, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আবেদা সুলতানা ইতি ও উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক রোকসানা আক্তার।