নারায়ণগঞ্জবাসী বিজনেস প্লাটফর্ম গ্রুপের ৪র্থ বার্ষিকী উপলক্ষে ফতুল্লা কুতুবপুরের পিলকুনীতে মিলনমেলা’র আয়োজন।
মোস্তাক আহমেদ: নারায়ণগঞ্জবাসী বিজনেস প্লাটফর্ম গ্রুপের ৪র্থ বার্ষিকী উপলক্ষে আজ বেলা ২ টা থেকে ৪:৩০ মিনিট পর্যন্ত ফতুল্লার কুতুবপুরের পিলকুনীতে এক মিলনমেলা’র আয়োজন করা হয়েছে।দুপুরে স্থানীয় মাদ্রাসার ছাত্র ও আগত অতিথিবৃন্দের খাবার পরিবেশনের পরপরই পরিচিতি পর্ব,কেক কাটা,আলোচনা,আড্ডা ও ফটোসেশানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সংগঠনের মডারেটর রাজীব মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য প্রয়াত ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন সাহেবের সহধর্মিণী “খেয়াপাড়ি” নারী কল্যাণ সংস্থার চেয়ারম্যান সেলিনা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইকবাল হোসেন মোল্লা, এডভোকেট জিএম মর্তুজা,সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি,সংগীতশিল্পী রিয়া খান,নাজমা বেগম,ফাহমিদা, বৃষ্টিসহ সংগঠনের এডমিন ও মডারেটরবৃন্দ।