জাতীয়নারায়ণগঞ্জরাজনীতি

নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ছালাউদ্দিন খোকা মনোনয়নপত্র প্রত্যাহার

নিউজ টি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।

মো. সেলিম মুন্সি : জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ছালাউদ্দিন খোকা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে রোববার (১৭ ডিসেম্বর) দুপুওে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. মাহমুদুল হকের কাছে ‘পারিবারিক ও ব্যক্তিগত’ কারন দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের লিখিত আবেদন করেন তিনি।
নারায়ণগঞ্জ নির্বাচন কমিশনের কর্মকর্তা মো. রিয়াজুল আলম তার মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ছালাউদ্দিন খোকা সংবাদ মাধ্যমকে বলেন, ব্যক্তিগত কারণেই মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দিয়েছি। দল আমাকে প্রত্যাহার করতে বলেনি। জাপার এই প্রার্থী নরায়ণগঞ্জ-৪ এর নির্বাচনী মাঠ থেকে সরে যাওয়ায় এই আসনে শামীম ওসমানসহ আটজন প্রার্থী রয়েছেন।
টানা দুইবারের এ সংসদ সদস্যে শামীম ওসমানের বিপরীতে প্রার্থী হিসেবে রয়েছেন- তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলী হোসেন, জাকের পার্টিও জেলা সভাপতি মো. মুরাদ হোসেন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও জেলার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ইসলামী ঐক্যজোটের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদ রনি, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী ও বাংলাদেশ জন দলের মহাসচিব মো. সেলিম আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জেলার জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ হোসেন ও বাংলাদেশ নাগরিক কল্যাণ পার্টিও চেয়ারম্যান শহীদ উন-নবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *