নানা আয়োজনে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহান বিজয় দিবস পালিত
জাহাঙ্গীর হোসেন : পুষ্পস্তবক, জাতির পিতা বঙ্গবন্ধুসহ সকল বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ফ্রী চিকিৎসাসেবার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে বন্দর শহীদ স্মৃতিস্তম্ভে বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মু. বেলায়েত হোসেন’র নেতৃত্বে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ সময় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সেবিকাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।