ভালো থাকা- কবি আবু নাসির
সবাই বলে ভালো থাকো
ভালো থাকা খুব সহজ কি
ভালো থাকতে চাইলে আবার
দুঃখ এসে দেয় উঁকি।।
ভালো আছি ভালো থাকি
দুঃখ কে সাথে পেলে
আমার ভালো থাকা ভেসে গেছে
কষ্ট নামের নদী জলে।।
ভালো থেকো আশীর্বাদটি
জোটে না সবার ভালে
সুখের মাঝেও অনেক দুঃখ
লুকিয়ে থাকে আড়ালে।।
শতভাগ কেউ ভালো নাই
এই নশ্বর দুনিয়ায়
কারো ভালো চতুর্দোলায়
কেউ ভালো গাছ তলায়।।
ভালো থাকা আত্মিক বিষয়
সবার মন তা ভালো জানে
কেউ সুখে থেকে অশ্রু ঝরায়
কেউ দুঃখ ভোলে গানে গানে।।