জাতীয়

আজ প্রধানমন্ত্রী যাবেন খুলনায়। তৈরী পদ্মা সেতু ও দলীয় প্রতিক নৈাকার আদলে ১২০ ফিটের মঞ্চ।

নিউজ টি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।

মো. সেলিম মুন্সি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সভানেত্রী আজ ১৩ই নভেম্বর খুলনা যাবেন। সেখানে তিনি এক বিশাল জনসভায় ভাষণ দেবেন। দুপুর ২টায় নগরীর সার্কিট হাউজ মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে খুলনায় পদ্মা সেতু ও নৌকার আদলে মঞ্চ তৈরি করা হচ্ছে। ১২০ ফুট দীর্ঘ ও ৪০ ফুট চওড়া মঞ্চের ওপরে পদ্মা সেতুর অবয়ব থাকবে। সেতুর ওপরে বোন শেখ রেহানাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাঁড়িয়ে থাকার একটি ছবি রাখা হবে। আর পদ্মা সেতুর একটি কম্পার্টমেন্ট তৈরি করে সেটিকে নৈৗকার আকৃতি দেওয়া হবে।


এ জনসভা থেকে প্রধানমন্ত্রী খুলনার ২২টি প্রকল্পের উদ্বোধন করবেন। ইতিমধ্য কেন্দ্রীয় নেত্রিবৃন্দ, প্রশাসনসহ স্থানীয় নেতারা সার্কিট হাউস মাঠ ও মঞ্চ তৈরির পর্যবেক্ষণ করে সবকিছু নিশ্চিত করেছেন।


খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেন, প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পদ্মা সেতুর আদলে দলীয় প্রতীক নৌকার অবয়বে মঞ্চ তৈরির হয়েছে। মঞ্চটির দৈর্ঘ্য ১২০ ফুট, আর প্রস্থ ৪০ ফুট। পাশাপাশি ৪০০ মাইক স্থাপন করা হয়েছে।


খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক সাংবাদিকদের বলেন, সার্কিট হাউস থেকে কাস্টমস ঘাট, জেলখানা ঘাট, টুটপাড়া কবর স্থান ও পাওয়ার হাউস মোড় এলাকা পর্যন্ত মাইক লাগানো হয়েছে। তিনি বলেন এ জনসভা স্মরণকালের সর্ববৃহৎ ও সেরা জনসভায় রূপ নিবে।


খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী ২২টি প্রকল্প উদ্বোধন ও ২টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। প্রকল্পগুলোর তালিকা প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে।

ছবি : ঢাকা ট্রিবিউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *