নারায়ণগঞ্জ

ফতুল্লার কুতুবপুর ভূমি অফিস থেকে মফিজের বিদায় আসছেন আব্দুল মোতালেব এমিলি

নিউজ টি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।

মো. সেলিম মুন্সি : দূর্ভোগ মফিজ নামে খ্যাত কুতুবপুর ভূমি অফিস থেকে মফিজ উদ্দিনকে অপসারণ করা হয়েছে। তার স্থানে আসছেন সোনারগাঁও সম্মানদী থেকে আব্দুল মোতালেব এমিলি।
গত সপ্তাহে এক নির্বাহী আদেশে এ নির্দেশ দেয়া হয় বলে জনাযায়। আগামী ১৩ ই জানুয়ারি সোমবার আব্দুল মোতালেব ফতুল্লার কুতুবপুর ভূমি অফিসে যোগদান করবেন বলে একটি সূত্র জানায়।
এর আগে ফতুল্লা ও কুতুবপুরের ভুক্তভোগী অনেক সাধারণ মানুষের নিকট থেকে মফিজ উদ্দিনের বিরুদ্ধে ভূমি সংক্রান্ত বিভিন্ন সাধারণ বিষয় নিয়ে হয়রানির অভিযোগ উঠে। এই অভিযোগ নিয়ে বিভিন্ন মহল থেকে উর্ধতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করে অবহিত করা হয়। বিভিন্ন পত্র-পত্রিকায় দুর্ভোগ মফিজকে নিয়ে সেবা প্রার্থী মানুষকে অহেতুক হয়রানি, দূর্নিতী ও ঘুষ ক্যালেংকারীর অভিযোগ নিয়ে সংবাদ প্রচার করা হয়। মফিজ উদ্দিন নিজেই শিকার করতেন সে মানুষের সাথে আস্তে কথা বলতে পারেন না। অনেকটা ধমকের সুরে কথা বলা নাকি তার অভ্যাস।
ধারনাকরা হচ্ছে যে এই ধরনের কর্মকাণ্ড ও অভিযোগের পরিপেক্ষিতে এই পদক্ষেপ নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *