নারায়ণগঞ্জে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের সমাবেশ।

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা জামায়াতের উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনসহ সারাদেশে আ’লীগের লগি-বৈঠা হামলায় নিহত শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ভুইগড় সোনালী সংসদ খেলার মাঠের আলোচনা সভা সমাবেশে পরিণত হয়। ফতুল্লা থানা জামায়াতের আমীর মুফতী জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সমাজকল্যান সেক্রটারি মোঃ আমীন আহম্মেদ মস্তান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাকির হোসাইন, সহকারী সেক্রেটারি মোঃ আবু সাঈদ মুন্না, শুরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল বাকী ও মাওলানা মজিবুর রহমান মিয়াজী, এডভোকেট মাইনুদ্দিন মিয়া।
সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালিন চারদলীয় জোট সরকারের ৫ বছর পূর্তি উপলক্ষে পল্টনে সমাবেশ ছিল। আ’লীগ পরিকল্পিতভাবে লগি-বৈঠা দিয়ে হামলা চালিয়ে সারাদেশে অসংখ্য জামায়াত-শিবির নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করে। এতেও আ’লীগ ক্ষ্যান্ত হয়নি। জামায়াতের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে পরিকল্পিতভাবে জুডিশিয়াল হত্যা করেছে। ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়েছে। অন্তর্বতীকালিন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। আমরা কারো বিরুদ্ধে প্রতিশোধ নেইনি। তবে এ সমাবেশের মাধ্যমে ২৮ অক্টোবরের সেই হত্যাকান্ডের মামলা পূনজ্জীবিত করে খুনিদের বিচারের আওতায় আনার জোরদাবি জানাচ্ছি।