বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে রিয়াদ চৌধুরীর আর্থিক সহায়তা প্রদান
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় রিয়াদ মোহাম্মদ চৌধুরী বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে রিয়াদ মোহাম্মদ চৌধুরী পূজা মন্ডপের আয়োজকদের নিকট আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধূরী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রুহুল আমিন সিকদার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আ: খালেক টিপু, ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুহুল আমিন শিকদার,জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম লিটন, নাঈম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।