নারায়ণগঞ্জ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের উদ্যোগে নারায়ণগঞ্জে সম্মেলন

নিউজ টি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।

বাংলাদেশীয়া সংবাদ : মাদ্রাসা শিক্ষক পরিষদের উদ্যোগে নারায়ণগঞ্জে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮শে সেপ্টেম্বর ২০২৪ শনিবার সকালে নারায়ণগঞ্জ জেলার বন্দর জমিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ড. মাওলানা মো. শাহজাহান, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ।
এতে প্রধান আলোচক ছিলেন আলহাজ্ব মমিনুল হক সরকার, প্রধান উপদেষ্টা, মাদ্রাসা শিক্ষক পরিষদ, নারায়ণগঞ্জ জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব এম জামাল উদ্দিন।

মাদ্রাসা শিক্ষক পরিষদের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মো. আব্দুল মজিদ এর সঞ্চালনায় এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, অধ্যক্ষ মো. ফয়সাল আহম্মেদ, আলমগীর হোসেন, জনাব মাওলানা আবু বকর সিদ্দিক, রওজাতুস সালেহীন সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস শাকুর মোল্লা, নারায়নগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শাহজাহান মিয়া সহ আরও অনেকে।

এসময় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, কুরআনের শিক্ষাই মানুষকে মুক্তি দিতে পারে, বাংলাদেশে স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির শিক্ষকদের ন্যায় মাদ্রাসা শিক্ষকরা পরিশ্রম করে থাকেন। কিন্তু মাদ্রাসা শিক্ষকরা দিনশেষে অবহেলার স্বীকার হন। অথচ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কোন অংশে মাদ্রাসা শিক্ষার্থীরা পিছিয়ে নেই। তারপরও মাদ্রাসা শিক্ষকরা প্রতিটি ক্ষেত্রে বৈষম্যের স্বীকার হচ্ছে। এ সময় বক্তারা মাদ্রাসা শিক্ষাকে জাতীয়করন করার দাবী জানান এবং ছাত্র/ছাত্রীদের নৈতিক শিক্ষা বাস্তবায়ন করার দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *