নারায়ণগঞ্জ

শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক অবক্ষয় রোধকল্পে পিলকুনীতে “মতবিনিময় সভা”

নিউজ টি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।

মোস্তাক আহম্মেদ : বৈষম্য বিরোধী আন্দোলন এবং এর বিপ্লবের পরপরই সারাদেশের আইন শৃঙ্খলা কিছুটা অবনতি ঘটে। উদ্ভুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণ, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক অবক্ষয় রোধকল্পে ফতুল্লা থানাধীন পিলকুনীর সকল শ্রেণি-পেশার মানুষদের নিয়ে এক “মত বিনিময়” সভার আয়োজন করা হয়। প্রবীণ বিএনপি নেতা সাংবাদিক সেলিম মুন্সীর সঞ্চালনায় বাদ আসর পিলকুনী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এই “মত বিনিময়” সভায় সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিন মোল্লা। জনাব আবু জাহেরের কণ্ঠে কোরআন তেলাওয়াতের পর আন্দোলনে নিহত ছাত্র- জনতার উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ ” মত বিনিময়” সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মুখ্য আলোচক হিসেবে ছিলেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের ১নং সাধারণ সম্পাদক এড. শরীফুল ইসলাম মোল্লা ও ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার। এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষক ও সমাজকর্মী মোস্তাক আহাম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবীন ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ- সভাপতি সাগর সিদ্দিকী। হিন্দু সম্প্রদায়ের পুরুষ- মহিলাসহ বিভিন্ন পড়া- মহল্লা থেকে প্রচুর লোকের সমাগম ঘটে এ সভায়। ছাত্রদল নেতা আবিদের নেতৃত্বে একটি বিশাল মিছিল সভায় যোগ দেয়। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি এই পিলকুনী স্কুলে পড়াশোনা করেছি। শৈশব – কৈশোর কেটেছে এ এলাকায়। এখানকার ধুলো-বালি, আলো – বাতাস,মানুষজন আমার খুব কাছের।আমি জানি বহু আগে থেকেই এখানকার মানুষ শান্তিপ্রিয়।এলাকার শান্তি- শৃঙ্খলা রক্ষার জন্য আমি এবং আমার দল সবসময় আপনাদের পাশে থাকবো।হিন্দু সম্প্রদায়ের লোকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বুকে সাহস রাখবেন। আপনারা আগের চেয়ে আরো অনেক ভালো থাকবেন। আগামী পূজায় আমি আপনাদের সকল প্রকার সহযোগিতার হাত বাড়িয়ে দেব। অল্প কিছু দিনের মধ্যে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে আবার বসে আলোচনা করবো। সভায় আরো উপস্থিত ছিলেন জনাব ইয়াকুব মোল্লা, মোফাজ্জল হোসেন মোল্লা, ইউসুফ মিয়া, কবীর উদ্দিন বাচ্চু, আসাদ মোল্লা, আমজাদ হোসেন মোল্লা, মাজহারুল ইসলাম চৌধুরী মামুন, হেমায়েত রসুল রিপন, খন্দকার কাওছার হোসেন, শাহজাহান মোল্লা, শাহীন মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *