নারায়ণগঞ্জ

আনিসুল হক ও সালমান এফ রহমানের গ্রেফতার আওয়ামী লীগের জন্য সতর্কবার্তা

নিউজ টি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।

মো. সেলিম মুন্সি : আনিসুল হক ও দরবেশ খ্যাত সালমান এফ রহমানের গ্রেফতার বর্তমান আওয়ামী লীগের জন্য একটি সতর্কবার্তা। তাদের গ্রেফতার করে যে ভাবে জাতির সামনে তুলে ধরা হয়েছে নিম্নস্থরের চো*রের মতো তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে আওয়ামী লীগের অবস্থা এখন কোন পর্যায়ে। আটককৃতদের ব্যাক্তিগত অবস্থান বলতেও কিছু রইলো না।৷ বিজ্ঞরা মনে করেন দেশের মানুষের কাছে তারা চোরের চেয়েও খারাপ। যদি আওয়ামী লীগের ঘুরে দাড়ানোর সামান্য কোন অবস্থা থাকতো তবে এভাবে জাতির সামনে তুলে ধরা হোত না। অন্য ভাবে তাদের জাতির সামনে আনা যেত।
আসলে এটাই ছিলো তাদের জন্য উপযুক্ত প্রাপ্তি। বর্তমান দ্বায়িত্ব প্রাপ্ত সরকার ব্যাবস্থায় যারা আছেন সত্যি তারা বিচক্ষণ।
বর্তমান অবস্থায় রাজনৈতিক বিজ্ঞরা মনে করেন আওয়ামী লীগের এমন সিমাহিন দুর্নীতি, খুন, রাহাজানি, বিচারহীনতা আর শেখ হাসিনার অহংকার দাম্বিকতা আওয়ামী লীগকে শেষ করে দিয়েছে। এ অবস্থায় যে সমস্থ আওয়ামী সমর্থক অহেতুক আবেগ দেখাচ্ছেন তারা একটু থামেন আত্মসমালোচনা করেন।
আর জাতির সামনে সতর্কবার্তা হচ্ছে ভবিষ্যতে আওয়ামী কায়দায় জারাই রাজনিতী করবে তাদের পরিনতি এ অবস্থাই হবে। সে যতই ক্ষমতাশীল উচুতলার হোক না কেন।

বর্তমানে দেশের আলোচিত গ্রফতার হচ্ছে সাবেক আইন মন্ত্রী আনিসুল হক ও দরবেশ খ্যাত হাসিনা সরকারের উপদেষ্টা সালমান এফ রহমানের গ্রেফতারের ধরন।
মঙ্গলবার ১৩ ই আগষ্ট সন্ধ্যায় নৌপথে পালানোর সময় তাদের ফতুল্লা পাগলায় একটি মাছ ধরা টলার থেকে গ্রেফতার করা হয়।
তাদের মধ্যে একজন হচ্ছে গত ৫ ই আগষ্ট গণ আন্দোলনের মুখে ক্ষমতাচুত্য পলাতক শৈরাচারী শেখ হাসিনা সরকারের অন্যতম কুশীলক যিনি হাসিনা সরকারকে অবৈধ ভাবে টিকিয়ে রাখার অন্যতম নায়ক আইনমন্ত্রী আনিসুল হক। যিনি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে খুনি হাসিনাকে ক্ষমতায় রাখতে বহু মানুষকে প্রহসন মূলক বিচার করে অন্যায় ভাবে হত্যা করেছে। বিগত সময়ে এই আনিসুল হক প্রায় দুই হাজার কোটি টাকারও বেশি বিদেশে পাচার করেছে। সুধু তাই নয় সারা দেশের বিচারকদের সে প্রশ্ন বিদ্ধ করেছে।
অন্যদিকে দরবেশ খ্যাত সালমান এফ রহমান স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের উপদেষ্টা যাকে দিয়ে তিনি এ দেশের অর্থনৈতিকে ধ্বংস করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এদেশের ব্যাংকিং খাতকে দেউলিয়া করেছে।৷ শিল্প খাত ও এর সাথে সম্পৃক্ত প্রতিটি সংগঠন বিজিএমইএ, বিকিএমএ, এফবিসিসিআইসহ প্রতিটি সংগঠনকে নিজের ইচ্ছে মতো চালিয়ে ধ্বংস করে দিয়েছে। হাসিনা সরকারের অর্থ লুটপাটের একটা বড়ো অংশ আসতো এই সালমানের হাত ধরে।
তাদের দুজনের নামে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে তারা নিউমার্কেট থানায় ১০ দিনের রিমান্ডে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *