ফতুল্লায় আল-হিকমাহ আইডিয়াল একাডেমির “মৌসুমি ফল উৎসব” পালিত
মোস্তাক আহমেদ : ফতুল্লার শিয়াচরে অবস্থিত আল- হিকমাহ আইডিয়াল একাডেমির “মৌসুমি ফল উৎসব পালিত হয়েছে।
বৃহস্পতিবার ৬ই জুন স্কুল প্রাঙ্গনে এ উৎসব পালিত হয়। এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ্ব সালাউদ্দিন খোকা মোল্লা,উৎসবের উদ্বোধন করেন মরহুম খন্দকার লুৎফর রহমান স্বপন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা সুলতানা শিউলী, সমাজসেবক মাহফুজুর রহমান, শিয়াচর ন্যাশনাল স্কুলের পরিচালক হাজী ইউনুস মাস্টার,সাংবাদিক জহির শিকদার। সকাল ৯ টায় শুরু হয়ে বিকেল ৫ টায় এ উৎসব শেষ হয়। ৫০ জন শিক্ষার্থী এ উৎসব অংশগ্রহণ করে। উৎসবে প্রায় অর্ধ-শতাধিক ফলের সমাহার ঘটে।এখানে ২/৪ টি ফল ব্যতিত বাকী সবই ছিল দেশীয় ফল।ফলের সরবরাহের পাশাপাশি এর সাজ- সজ্জায়ও একটু ভিন্নতা দেখা গেছে। কে কত বেশি ফল এবং কত সুন্দর পরিবেশন করতে পারে সেদিকেই সবার দৃষ্টি ছিল। একটি স্টলে সরাসরি রাজশাহী থেকে সদ্য আমদানিকৃত হিমসাগর আম পাশাপাশি বাসায় তৈরিকৃত আমের আচারও বিক্রি করতে দেখা গেছে। “গাছের বাড়ি” নামক আরেকটি স্টলে বিভিন্ন ফলের গাছ বিক্রি করতে দেখা গেছে। এ উৎসবের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মৌসুমি ফলের সাথে পরিচিতি করা,এর পুষ্টিগুণ ও ব্যবহার সম্পর্কে সম্যক ধারণা দেয়া, বেশি বেশি ফল গাছ লাগানোর জন্য উৎসাহিত করা সর্বোপরি এ উৎসবের মাধ্যমে সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখা।
এ উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসা কালিম উল্যাহ। সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের একাংশ।