অগ্নিবীণা সাহিত্য পরিষদ আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী পালিত
মোস্তাক আহমেদ : জনপ্রিয় সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন অগ্নিবীণা সাহিত্য পরিষদের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৩১ মে) বিকাল ৪ টায় পাগলা উচ্চ বিদ্যালয়ে কবিকন্ঠে কবিতা পাঠ, গুণীজন সংবর্ধনার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মোখলেসুর রহমান তোতার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্র নাথ সরকার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর সরকারি কলেজ, মানিকগঞ্জ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আমির হোসেন, প্রধান বক্তা নারায়ণগঞ্জ জেলা কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির, উদ্বোধন করেন গ্রীন ডেল্টা হাসপাতাল ও ল্যাবের চেয়ারম্যান মেজর (অব:) ডা. সোহেলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার লুৎফর রহমান স্বপন ফাউন্ডেশন চেয়ারম্যান সেলিনা সুলতানা শিউলী, বাংলাদেশ আন্ত: জিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সভাপতি হাজী মো. আবুল হোসেন,পাগলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যবৃন্দ, নারী উদ্যোক্তা, সংগীতশিল্পী, ভায়োলিন বাদক, আবৃত্তিশিল্পীসহ আরো অনেক নজরুল প্রেমী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক এবং বাংলাদেশ ফিল্ম এন্ড মিডিয়া সোসাইটির সভাপতি জনাব হাবিবুল ইসলাম হাবিব।