শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী পালিত
মোস্তাক আহমেদ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুতুবপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের উদ্যোগে আজ বৃহস্পতিবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, দোয়া, মুনাজাত ও তবারক বিতরণ পিলকুনী জোড়া মসজিদ মোড়ে বাদ আসর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এড. শরীফুল ইসলাম মোল্লা।
কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আবু তাহের মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এম. এ আকবর, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি এড. মশিউর রহমান শাহীন, কুতুবপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, ফতুল্লা ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব ফরিদ হোসেন শিকদারসহ আরো নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনাসহ দেশবাসীর শান্তি কামনায় দোয়া, মুনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।