খেলাধুলা

শীঘ্রই ফতুল্লা স্টেডিয়াম হবে আন্তর্জাতিক মানের

নিউজ টি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।

অবশেষে যেন টনক নড়েছে দেশের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। নিজেদের অর্থায়নে স্টেডিয়ামটি সংস্করণের প্রক্রিয়া শুরু করেছে বোর্ড। গত মঙ্গলবার ২৪ অক্টোবর বিসিবির ফ্যাসিলিটিজ ম্যানেজম্যান্টের চেয়ারম্যান আকরাম খান ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু মাঠ সংস্কারের কাজ উদ্বোধন করেন।

এ সময় আকরাম জানান, বছর খানেকের মধ্যে এই স্টেডিয়াম আন্তর্জাতিক মানের হবে, ‘আমাদের মাঠটা অনেক উঁচু করতে হবে। আমরা যতটুকু সম্ভব মাঠটি উঁচু করে খেলার উপযোগী করে তুলবো। এটা এই সিজনে না হলেও পরবর্তী সিজনে আমরা করতে পারবো।’

বুয়েটের একটি টিমের সহায়তায় মাঠ সংস্কারের কাজ শুরু করেছে বিসিবি, ‘বুয়েটের একটি টিমের সঙ্গে আমরা বিগত ছয় মাস আলোচনা করছি। ওদের আইডিয়া নিয়েই আমরা কাজ করবো। আপাতত আমরা মাঠটিকে খেলার উপযোগী করতে চাই। আমাদের কাজ শুরু হয়েছে। বছরখানেক পর আমরা এখানে আন্তর্জাতিক খেলার ভেন্যু হিসেবে তৈরি করে ফেলবো’-আরও যোগ করেন আকরাম।

আকরামের সুরে তাল মেলালেন টিটুও, ‘আমাদের জেলায় জেলায় খেলার মাঠ দরকার। এই মাঠটি খেলার অবস্থায় ছিল না। ক্রিকেট বোর্ডের নিজের অর্থায়নে এটা ছয় ফুট ও চার ফুট উঁচু করা হবে। যেন এখানে পানি না জমে। এখানে আপাতত ফার্স্ট, সেকেন্ড ও প্রিমিয়ার ডিভিশন খেলা হবে। আমাদের খেলাধুলা যেন সারা বছর হয় সেজন্য এটা করা হচ্ছে।’

এই মাঠে দুটি টেস্ট, ১০টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ হয় ২০১৬ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *