জাতীয়নারায়ণগঞ্জ

রূপগঞ্জে পূর্বাচলে লেকে ফেলে রাখা ৭ খন্ড লাশ ফতুল্লার জসিম উদ্দিন মাসুম

নিউজ টি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।

মো. সেলিম মুন্সি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের লেকের পাড়ে কুড়িয়ে পাওয়া ৭ খন্ড লাশের পরিচয় মিলেছে।


নিহত ব্যাক্তি ফতুল্লা থানা সস্তাপুর কাঠেরপুল চাঁদ ডাইংক এর মালিক বিশিষ্ট শিল্পপতি মৃত আলেক চাঁন বেপারীর ছেলে জসিম উদ্দিন মাসুম।

গত বুধবার ১৩ ই অক্টোবর সকালে ৩টি পলিথিনের বস্তায় ভর্তি অজ্ঞাতনামা হিসেবে শরীরের বিভিন্ন অংশের ৭টি অংশ উদ্ধার করে পুলিশ।

কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের উত্তর পাশে ৫ নম্বর সেক্টরের ব্রাহ্মণখালী এলাকায় লেকেরপাড় থেকে খণ্ড-বিখণ্ড শরীরের এসব অংশ উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, সকাল ৮টার দিকে পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের লেকেরপাড়ে ৩টি কালো পলিথিনের বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একেক করে পলিথিনের বস্তাগুলো খুললে একজন পুরুষের শরীরের মাথা, দুইটি হাত, শরীরের পেছনের অংশ, নাড়িভুঁড়ি, বাম পা, বাম ঊরুর কাটা অংশ উদ্ধার করে। শরীরের আরো কিছু অংশ উদ্ধারের চেষ্টা করাছেন পুলিশ।

পুলিশ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২-৩ দিন পূর্বে দুর্বৃত্তরা যুবককে হত্যা করে তার মরদেহ খণ্ড খণ্ড করে ৩টি পলিথিনের বস্তায় ভর্তি করে মঙ্গলবার রাতের কোনো এক সময় পূর্বাচলে লেকের পাড়ে ফেলে রেখে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *