বিএনপি’র নতুন কর্মসূচি আগামী রোববার থেকে ৪৮ ঘন্টার অবরোধ
বাংলাদেশীয়া সংবাদ : বিএনপি ও সমোমনা দলগুলোর সম্মলিত ১দফা দাবী সরকার পতনের আন্দোলনের অংশ হিসেবে আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘন্টার অবরোধ ঘোষনা করেছে।
বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন।
আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা দেশজুড়ে দ্বিতীয় দফায় অবরোধ কর্মসূচি পালিত হবে বলে ঘোষণা দিয়েছে দলটি। বিএনপির শরিকরাও এই কর্মসূচি পালন করবে বলে রিজভী তার সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
সেই সঙ্গে আগামী শুক্রবার সারা দেশে দোয়া মাহফিলেরও ঘোষণা দেন তিনি। চলমান আন্দোলন বিএনপির নিহত নেতাকর্মীদের জন্য এই দোয়া মাহফিল হবে।