বদিউজ্জামানকে সভাপতি ও রাহাদ হোসেনকে সম্পাদক করে টিভি সাংবাদিক ফোরাম গঠিত
মোস্তাক আহমেদ : নারায়ণগঞ্জ টিভি সাংবাদিক ফোরামের কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬মে) সকালে সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকায় নারায়ণগঞ্জ টিভি সাংবাদিক ফোরামের ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বিজয় টিভির ফতুল্লা প্রতিনিধি মো. বদিউজ্জামানকে সভাপতি ও এশিয়ান টিভির রাহাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন খন্দকার লুৎফর রহমান স্বপন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা সুলতানা শিউলী। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মনিরুল আলম যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাঈউম সাংগঠনিক সম্পাদক মনি ইসলাম মনি ও মো. সুমন আহমেদ দপ্তর সম্পাদক নুরুল্লাহ সবুজ অর্থ সম্পাদক মো. সেলিম প্রচার সম্পাদক মো. ইমরান কার্যকরী সদস্য শেখ মো. কাওসার, মো. জিহাদ, সাব্বির শেখ, মো. রাকিব, মো. রায়হান ও সাব্বির হোসেন। শেষে সংক্ষিপ্ত বক্তব্য দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।