ফতুল্লা সস্তাপুরে কাস্টমস কর্মকর্তা মারুফের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ঝাড়ু মিছিল

মো. সেলিম মুন্সি : ফতুল্লা সস্তাপুর এলাকায় মাদক, সন্ত্রাস ও নিরীহ মানুষের উপর নানা অত্যাচারের অভিযোগ উঠেছে মারুফ নামে কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার ২৭ শে ফেব্রুয়ারী সকালে মারুফের বিরুদ্ধে বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও মানব ব্ন্ধন করেছে কাঠেরপুল এলাকাবাসী। সরজমিনে ও এলাকাবাসীর সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবত কাস্টমস কর্মকর্তার পরিচয় দিয়ে মারুফ ফতুল্লার সস্তাপুর, কাঠেরপুল এলাকাসহ বিভিন্ন এলাকায় মাদকের আসর ও মাদক বিক্রয় করে আসছে। প্রকাশ্যে মারুফের লোকজন মাদক বিক্রয়সহ নানাবিধ অপকর্ম করছে। এর প্রতিবাদ করতে গেলে মারুফ ও তার বাহিনীর কাছে নির্যাতিত হচ্ছে নিরীহ এলাকাবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মিল মালিক বলেন, কাস্টমস এর নাম করে বিভিন্ন মিলে অহেতুক কাগজপত্রে ঝামেলা আছে বলে মামলার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় এই মাদক সন্ত্রাসী। পাশাপাশি জোড়পূর্বক বিভিন্ন ব্যবসায়ীদের নিকোট থেকে জুটসহ বিভিন্ন মালামাল কমরেটে জোরপূর্বক নিয়ে নেয়।
তার এই অপকর্মের প্রতিবাদে সস্তাপুর ও কাঠেরপুল এলাকার সর্বস্তরের জনগণ ঝাড়ু নিয়ে প্রতিবাদে রাস্তায় নেমে আসে।
তারা এসময় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে মানববন্ধন ও কাঠেরপুল এলাকায় মারুফের মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে। এলাকার গণ্যমান্যদের মধ্যে উপস্থিত হাজি গোলজার হোসেন বলেন গত ২ দিন আগে এলাকাবাসী হাতেনাতে মারুফের মাদকের আস্তানা থেকে মাদক সেবনের সরঞ্জাম ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছ।
এই প্রতিবাদ সভা ও ঝাড়ু মিছিল অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হবুল, সহ-সভাপতি ফতুল্লা ইউনিয়ন বিএনপি
মো. গোলজার হোসেন আহবায়ক, পঞ্চায়েত কমিটি কুতুব আইল,
মো. আব্দুল মোনায়েম, সাধারণ সম্পাদক, সতদল সমাজ কল্যান সংঘ, মো. ফারুক হোসেন যুগ্ম-আহবায়ক পশ্চায়েত কমিটি কুতুব আইল, মোঃ সেলিম রেজা সদস্য পঞ্চায়েত কমিটি, ডা. মো. ওলি আহমেদ সদস্য, পঞ্চায়েত কমিটি, মো. মজিবর হোসেন, নবী হোসেন, মো. ইউনুস মিয়া ও মোঃ বাদল কাজিসহ প্রমুখ।