ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা :
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকালে ক্লাব মিলায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে সভাপতি কাজী আনিসুর রহমানের বড় বোন ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সজীবের পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
এছাড়াও ক্লাবের নতুন সদস্য হিসেবে মোঃ ফয়সাল আহমেদ, মোঃ জাকির আহমেদ, মাওঃ সাব্বির আহমাদ ও আব্দুল্লাহ আল ফারুক রিংকুকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমানের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি আশরাফুল হক আশু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজীব, অর্থ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন শুভ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল চৌধুরী, সমাজ কল্যান সম্পাদক ফজলুল হক পলাশ, কার্যনির্বাহী সদস্য রনজিত মোদক, সদস্য মোঃ বিল্লাল হোসেন পাপ্পু প্রমুখ।