ফতুল্লা যুব সংসদের সাধারণ সম্পাদক প্রয়াত মাসুদের স্মরণে দোয়া ও ইফতার
মো. সেলিম মুন্সী :
ফতুল্লা যুব সংসদের সাধারণ সম্পাদক মরহুম মাসুদুর রহমান মাসুদ’র প্রয়াত আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) বাদ আছর ফতুল্লার দাপাস্থ (উকিল বাড়ির মোড়) ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ফতুল্লা যুব সংসদের সভাপতি আকতার ফারুক রিয়াদের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুব লীগের সভাপতি মীর সোহেল আলী, ফতুল্লা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফাইজুল ইসলাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো. মোবারক হোসেন ও টাচস্টোন এডুকেশনাল হোম এর পরিচালক সেলিনা সুলতানা।
সভায় মরহুমের স্মৃতিচারণ করেন বাংলাদেশ ব্যাংকের ডিজিএম ড. সেলিম আল মামুন শাহিন, ফতুল্লা যুব সংসদের সহ সভাপতি আবুল বাশার ও ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মতিনুল ইসলাম মতিন মরহুমের বড়ো ছেলে আবিদুর রহমানসহ অনেকে।
ফতুল্লা যুব সংসদের আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. সেলিম মুন্সি। দোয়া পরিচালনা করেন হাফেজ জাহিদুল ইসলাম তানভীর।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় বায়োটেকনোলজি ইনিস্টিউটের ডিজি সলিমুল্লাহ সলিম, এভারেস্ট ফার্মাসিউটিক্যাল এর সেলস ম্যানেজার এম এ ইউসুফ, ফতুল্লা যুব সংসদের সিনিয়র সহ- সভাপতি কাজল সরদার, সহ সভাপতি হেমায়েত রসুল রিপন, গোলাম মোস্তফা, অর্থ সম্পাদক শহিদুজ্জামান শাহীন, সদস্য কিশোর, নজরুল, এ্যাপলো, সালাম, বাবু, তুহিন ও রফিকসহ প্রমূখ।