নারায়ণগঞ্জ

ফতুল্লা প্রেসক্লাবের বিরুদ্ধে গিয়াসউদ্দিনের বক্তব্যের নিন্দা জানিয়েছে ফতুল্লা প্রেসক্লাব

নিউজ টি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।

নিজস্ব প্রতিবেদক

জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন একটি সমাবেশে ফতুল্লা প্রেসক্লাব এবং প্রেসক্লাবের সদস্যদের হুমকী দেয়ার প্রতিবাদ জানিয়েছেন ফতুল্লা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। 

রবিবার বিকালে ফতুল্লা প্রেসক্লাবে জরুরী সভায় এই প্রতিবাদ জানানো হয়। 

প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন,জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করছেন। বিভিন্ন সময়ে সভা-সমাবেশ থেকে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দেয়ার হুমকী দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গত শনিবার বিকালে ফতুল্লা ধর্মগঞ্জ চলার মাঠে আয়োজিত এক সমাবেশ থেকে ফতুল্লা প্রেসক্লাব এবং ক্লাবের সদস্যদের হুমকী দিয়েছেন। আমরা সাংবাদিকদের হুমকীর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি তার বক্তব্য প্রত্যাহারের দাবি করছি। 

ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুমের সঞ্চালনায় এবং ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি সেলিম মুন্সী, পিয়ার চাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন প্রধান,সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, প্রচার সম্পাদক মাসুদ আলী, দপ্তর সম্পাদক মোঃ সুমন, সাংস্কৃতিক সম্পাদক প.ম আজিজ, মোঃ সেলিম,  সোহেল রানা, জসিমউদ্দিন, রাকিব চৌধুরী শিশির প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *