ফতুল্লা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মহফিল অনুষ্ঠিত

মো. সেলিম মুন্সি : মহান আল্লাহ পাকের কাছে ক্ষমা, করুণা আর মাগফিরাত কামনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় ফতুল্লা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মহফিল।
১৩ ই মার্চ ১২ রমজান বৃহস্পতিবার ফতুল্লা প্রেসক্লাব ভবনে ক্লাবের সভাপতি আব্দুর রহিম এর সভাপতিত্বে এই ইফতার মহফিল অনুষ্ঠিত হয়।
ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম এর সার্বিক ব্যবস্থাপনায় ইফতার মহফিলে বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, মুক্তিযুদ্ধা ও ব্যবসায়িক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা অফিসার্স ইনচার্জ শরিফুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, মুক্তিযোদ্ধা মুমিন হাজি, এমএ হোসেন সাঈদ, ফতুল্লা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালিন সাবেক সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিস, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নূরুল ইসলাম নূরু, জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উজ্জীবিত বাংলাদেশ এর সম্পাদক কবির হোসেনসহ ফতুল্লা প্রেসক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।