নারায়ণগঞ্জ

ফতুল্লা পাগলা বাজার এলাকায় আফছার করিমের ছোট ছেলে নান্টুকে লক্ষ্য করে আততায়ীর গুলি

নিউজ টি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।

বাংলাদেশীয়া সংবাদ :

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার এলাকায় আলহাজ্ব আফসার করিম প্লাজার মালিক মরহুম আফছার করিমের ছোট ছেলে নান্টু (৫৫) গুলিবিদ্ধ হন।
বৃহস্পতিবার ১লা মে রাত ৮টায় পাগলা সিটি ব্যাংকের সামনে আলহাজ্ব নান্টুকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা।

এ বিষয়ে সাংবাদিকদের ফল ব্যবসায়ী উত্তম জানান আমি রাস্তার পাশে ফল নিয়ে বসে ছিলাম এমন সময় দেখলাম পাগলা বাজার আবসার করিম প্লাজার মালিক আলহাজ্ব নান্টু সাহেব ঘুরে ঘুরে ফল কিনছিলেন।

ফল কিনে গাড়িতে উঠার সময় তাকে লক্ষ্য করে দুইজন যুবক এলোপাথারী গুলি চালায়, গুলির সময় নান্টু সাহেব তার গাড়িতে উঠে পড়েন পরে সেখান থেকে তিনি গাড়ি নিয়ে ফতুল্লা মুখি হয়ে চলে যান।

ঘটনাস্থলে গাড়িতে গুলি করা কাচঁ পরে থাকতে দেখা যায়। কোন হতাহতের খবর পাওয়া যায়নি, এ ঘটনার পর থেকে পাগলা বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছেন।

একটি বিশস্ত সূত্রে জানা যায় এই ঘটনায় নান্টু গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তবে তিনি আশংকা মুক্ত।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান আমি খবর পেয়ে এস আই শাহ আলম কে পাঠিয়েছি প্রাথমিকভাবে ঘটনা সত্যতা পাওয়া গেছেন তদন্তপূর্বক আইনগনের ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *