নারায়ণগঞ্জ

ফতুল্লার পিলকুনী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তাটিতে আরসিসি ঢালাইয়ের কাজ শুরু

নিউজ টি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।

মোস্তাক আহমেদ : পিলকুনী পাঁচ তলা সংলগ্ন নুরুল হকের দোকান থেকে মরহুম আব্দুল হাদী মেম্বার সাহেবের বাড়ি পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন যাবৎ এমনকি শুষ্ক মৌসুমেও পানির নীচে তলিয়ে থাকে। স্বল্প দুরত্বের এই রাস্তাটির পাশেই রয়েছে পিলকুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মসজিদ ও পাঠাগার। হাজারো লোকজন দিনরাত এই পানি দিয়েই চলাচল করে। অবশেষে নারায়ণগঞ্জ -৪ আসনের মাননীয় সাংসদ জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমানের হস্তক্ষেপে এই রাস্তাটির আরসিসি ঢালাইয়ের কাজ অনুমোদিত হয়।

স্থানীয় সরকারের (এলজিআরডি) সহায়তায় মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের তত্বাবধানে ইতোমধ্যে রাস্তাটির কাজ শুরু হয়ে এখনো চলমান রয়েছে। আজ বিকেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা সাংসদ শামীম ওসমানের আস্থাভাজন জনাব সানোয়ার হোসেন জুয়েল রাস্তাটির কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নিতে আসেন। তিনি বলেন, ২১০ মিটার দৈর্ঘ্য ও সাড়ে ১৩ ফিট প্রস্থ রাস্তাটির কাজ চলতি মাসেই শেষ করতে হবে। রাস্তাটি বাস্তবায়নের জন্য অত্র এলাকার মেয়ে লাইজু আপা অনেকটা দৌঁড়ঝাপ করেছেন। তিনি সাংসদ শামীম ওসমান ও তার সহধর্মিণী সালমা ওসমান লিপি ভাবির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। সেখানে উপস্থিত ছিলেন অত্র এলাকার মুরুব্বি দেলোয়ার হোসেন মোল্লা, নুরুল ইসলাম মিলন মাষ্টার, শাহাআলম মাষ্টার, হুমায়ুন কবির, শিপলু, যুবলীগ নেতা শরীফ হোসেন শামীম, আলমসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *