ফতুল্লায় হাক্কানী জান্নাতুল বা’কী কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মোস্তাক আহমেদ : “গাছ লাগান,পরিবেশ বাঁচান” এ স্লোগানকে সামনে রেখে আজ (২৮ জুন)বিকেল ৫ টায় ফতুল্লার পিলকুনী- দাপা ইদ্রাকপুর হাক্কানী জান্নাতুল বা’কী কবরস্থানে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করা হয়। এলাকার বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ নিজেদের উদ্যোগে গাছ নিয়ে এসে রোপণ করে। এরা হলেন ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি জনাব আব্দুর রহিম, সাংবাদিক সেলিম মাদবর, ক্যালিক্স স্কুলের পরিচালক মতিনুল ইসলাম মতিন, মাউন্ট ভিউ স্কুল ও কবরস্থানের কমিটির সদস্যবৃন্দ।
এর আগে কবরস্থান পরিচালনা কমিটির অফিস কক্ষে সদস্যদের উপস্থিতিতে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও তহবিল সংগ্রহের নিমিত্তে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। জনাব হাজী আলফাজ উদ্দিন পাঠানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এ.বি. এম আজিজুল হক, দাপা আদর্শ স্কুলের আহ্বায়ক কমিটির সভাপতি জনাব হাজী আবুল কাশেম, কবরস্থান কমিটির সহ-সভাপতি নুর ইসলাম মিলন, আব্দুস সালাম পাঠান, সামসুদ্দিন মোল্লা, আলতাফ হোসেন, হাজী ডি.এম সামসুদ্দোহা, শহীদুল্লাহ্, শাহ আলম, খোরশেদ আলী, হেলাল উদ্দিন পাঠান (সহ- সাধারণ সম্পাদক), মনিরুল ইসলাম, নূর হোসেন, নেছার আহমেদ, শাখাওয়াত হোসেন ও সাইফুল ইসলাম সুমন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাক্কানী রহমত মঞ্জিল জামে মসজিদের সেক্রেটারী আলহাজ্ব মোবারক হোসেন।