ফতুল্লায় বিএনপি নেতা রিয়াদ চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

বাংলাদেশীয়া সংবাদ :
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে পুলিশের দেয়া মিথ্যা মামলা থেকে মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসীসহ বিভিন্ন সামাজিক ব্যবসায়ীক সংগঠন।
বৃহস্পতিবার বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ফতুল্লা কেন্দ্রীয় মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা ফতুল্লার কৃতি সন্তান বিএনপি নেতা রিয়াদ চৌধুরীর নিঃশর্ত মুক্তি দাবী করেন। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত গণ্যমান্য ব্যাক্তিরা বলেন, ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুন হোসাইনের হত্যাকারীদের বিচার দাবীতে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লার কৃতি সন্তান রিয়াদ মোহাম্মদ চৌধুরী সোচ্চার ছিলেন। অপরদিকে থানা বিএনপির সাধারণ সম্পাদক বারী ভুইয়াকে ফতুল্লায় সন্ত্রাসী কর্মকান্ডের প্রভাব বিস্তারে বাধা দেন রিয়াদ। এতে বারী ভুইয়া ক্ষিপ্ত হয়ে মামুন হত্যাকারী আক্তার সুমনের সাথে মিলে রিয়াদকে দল থেকে বহিস্কারের পরিকল্পনা করেন। তাদের পরিকল্পনা মতে ব্যবসায়ী আজাদের কাছে চাঁদা দাবীর একটি ভুয়া অডিও রেকর্ড তারা ভাইরাল করে কেন্দ্রিয় নেতৃবৃন্দকে ভুল বুঝিয়ে রিয়াদকে দল থেকে বহিস্কার করিয়েছে। বহিস্কারের পর তারা মামুন হত্যাকারীদের নিয়ে মিষ্টি খাওয়ার উৎসব করেন। এরপর রিয়াদের রাজনৈতিক সহকর্মীদের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মিথ্যা অভিযোগ এনে সাধারন আইনজীবীদের ফুসে তোলার চেষ্টা করেন বারী ভুইয়া। এতে ব্যর্থ হয়ে মামুন হত্যাকারীদের কারখানায় হামলার মিথ্যা ঘটনা সাজিয়ে ফতুল্লা থানায় মামলা করার চেষ্টা করেন। রিয়াদের বিরুদ্ধে এসমস্ত ষড়যন্ত্র ফতুল্লাবাসী মেনে নিতে পারেনা। তাই এলাকাবাসী অভিলম্বে রিয়াদের দলীয় পদ ফিরিয়ে দিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবী করেন।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ফতুল্লা বাজার কমিটির সদস্য সচিব মো. রহমাতুল্লাহ, যুগ্ম সম্পাদক মো. শাওন, শহিদুল ইসলাম, বন্ধু মহলের উপদেষ্টা মো. সুজন, কোষাধ্যক্ষ শরিফ চৌধুরী, যুগ্ম সম্পাদক নিয়াজ মোহাম্মদ চৌধুরী, কার্যকরী সদস্য সেলিম চৌধুরী, ফতুল্লা পঞ্চায়েত কমিটির রেজাউল করিম, রফিকুল ইসলাম, আরিফুর রহমান জনি, সুরুজ মিয়া, শাহ আলম, রবিউল শিকদার, জয়নাল আবেদীন প্রমুখ।