নারায়ণগঞ্জ

ফতুল্লায় দরিদ্রদের মাঝে ২০ টাকা কেজি দরে মাছ বিতরণ করলেন রেহেনা

নিউজ টি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।

ডেস্ক রিপোর্টঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুরে দরিদ্রদের মাঝে মাত্র ২০ টাকা কেজি দরে মাছ বিতরণ করেছেন সমাজসেবী ফেরদৌসী আক্তার রেহানা। সোমবার (১৮ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুরে তার নিজ বাসভবনের সামনে এলাকার অসহায় ও দরিদ্রদের মাঝে মাত্র ২০ টাকায় ১ কেজি করে তেলাপিয়া মাছ বিতরণ করেন তিনি।

প্রতিবছরের মত এবছরও সুলতান আহমদ মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফেরদৌসী আক্তার রেহানা পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিয়মিত দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় সোমবার
অসহায় দরিদ্রদের মাঝে ২০ টাকা কেজি দরে মাছ বিতরণ করেন তিনি। তার এই মহতি উদ্যোগ মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে সর্বমহলে তা বেশ প্রশংসিত হয়।

উল্লেখ্য, মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সময় থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবে অসহায় মানুষের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন রোটারিয়ান ফেরদৌসী আক্তার রেহানা। এছাড়া প্রতিদিনই কোন না কোনোভাবে তিনি বিভিন্ন অসহায়কে সহযোগিতা করে থাকেন, যেসব চিত্র নিয়মিত তার ব্যক্তিগত ফেসবুক আইডির মাধ্যমে ছড়িয়ে পরে। ফলে তার এমন মানবিক কর্মকান্ড দেখে আরও অনেকেই স্ব স্ব জায়গা থেকে অসহায় দরিদ্রদের সহযোগিতা করার উৎসাহ পাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *