ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের ২দিনব্যাপী সুন্নতে খাতনা ও ফ্রী মেডিকেল ক্যাম্প সম্পন্ন
জাহাঙ্গীর হোসেনঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা রেল ষ্টেশন এলাকায় ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলে কোয়ান্টাম ফতুল্লা প্রি-সেল’র উদ্যোগে ২ দিন ব্যাপী সুন্নতে খাৎনা ও ফ্রী মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।
মাদক একটি পরিবারের স্বপ্ন ভেঙে দিচ্ছে। মাদক আমার সন্তানকে মানসিক ভাবে হত্যা করছে। মাদক ডাকাতের চেয়েও ভয়ংকর। সময় এসেছে মাদক এবং মাদক ব্যবসায়ীকে প্রতিহত করার। সব অপরাধের মূলে হচ্ছে মাদক। অপরাধের বিরুদ্ধে মানুষকে জাগ্রত হতে হবে। সমাজকে সুন্দর করতে হলে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। জনপ্রতিনিধিদের মানুষের কাছে গিয়ে মানুষকে জাগ্রত করতে হবে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম।
ফতুল্লা যুব সংসদের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে এবং কোয়ান্টাম ফতুল্লা প্রি সেলের সমন্বয়ক সেলিম মুন্সির সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আঃ রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, বাংলাদেশ ক্যামিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির সহ-সভাপতি এস এম এইচ টিটু, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রাহাত, কুতুবপুর ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, শেখ ঈমান আলী, সেলিনা সুলতানা শিউলী, সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
২ দিনব্যাপী অনুষ্ঠানে সমাজের অস্বচ্ছল পরিবারের ছেলে শিশুদের সুন্নতের খৎনা এবং ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা বঞ্চিত মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি)
এই সেবামূলক কার্যক্রমের প্রথম দিন সুন্নতে খতনা অনুষ্ঠিত হয়। ঐদিন ৭৭জন ছেলে শিশুদের সুন্নতে খাতনা করানো হয়। ফতু্লা যুব সংসদের সভাপতি আকতার ফারুক রিয়াদ এর সভাপতিত্বে তার সুচনা ও উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরি সদস্য মো. মোবারক হোসেন,বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মজিবুর রহমান, ফতুল্লা প্রেসক্লাবে সভাপতি আব্দুর রহিম, ফতু্লা যুব সংসদের সহ-সভাপতি হেমায়েত রসুল রিপন, ক্যালিক্স প্রি- ক্যাডেট স্কুলের পরিচালক মতিনুল ইসলাম মতিন, শাপলা কুড়ির আসর ফতুল্লার সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার, মাউন্ট ভিউ স্কুলের পরিচালক মোস্তাক আহমেদ, তক্কার মাঠ সেহাচরের সমাজ সেবক মজিবুর রহমানসহ প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশনের কেন্দ্রীয় কর্মকর্তা ইব্রাহিম খলিল মন্টু, মিনার হোসেন, ফতুল্লা প্রি- সেল এর পরিচালক ইঞ্জি. মো মফিজুর রহমান, ইঞ্জি. আতাউর রহমান ও আল- আমিন হোসেন।