নারায়ণগঞ্জ

ফতুল্লায় আল-হিকমাহ্ আইডিয়াল একাডেমিতে শুরু হয়েছে “তারুণ্যের উৎসব -২০২৫”

নিউজ টি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।

” এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আল- হিকমাহ্ আইডিয়াল একাডেমি দু’দিনব্যাপি একাডেমী প্রাঙ্গণে আয়োজন করেছে ” তারুণ্যের উৎসব -২০২৫। আজ ২০শে ফেব্রুয়ারী ও আগামীকাল ২১ শে ফেব্রুয়ারী এই দু’দিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে এই উৎসব। এ উৎসবে প্রায় ২০ টির মতো স্টল বসেছে। মনোরম পরিবেশে অত্যন্ত সুসজ্জিত ছিল স্টলগুলো।স্টলগুলোতে বিভিন্ন হস্তশিল্প, শো- পিস,পিঠা, দেশীয় খাবার,ফাস্টফুড, আইসক্রিম,ফুলগাছ,দেশী-বিদেশী ফল,লাইব্রেরি, প্রাথমিক চিকিৎসা সামগ্রী ও হারানো ঐতিহ্যের বাহারি স্টল স্থান পেয়েছে। তরুণ প্রজন্ম দেশের সম্পদ,আমাদের ভবিষ্যৎ। তাদের উদ্ভাবনী চিন্তা,সৃজনশীল মনোভাব এবং অদম্য শক্তিই পারে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে।তারুণ্যের উৎসব – ২০২৫ সেই তরুণদের জন্য একটি প্লাটফর্ম। যেখানে তারা তাদের মেধা ও দক্ষতাকে প্রকাশ করতে পারবে।এই উদ্যোগ তরণদের সামগ্রিক উন্নয়নে এবং তাদের ক্ষমতায়নে একটি বড় ভূমিকা পালন করবে।এই উদ্যোগ তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলি জাগ্রত করবে এবং তাদের সমাজের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণে অনুপ্রাণিত করবে।এর মাধ্যমে তরুণদের সুস্থ জীবনধারা অবলম্বনে উদ্বুদ্ধ করবে।এটি তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও টিমওয়ার্কের মতো গুণাবলি গড়ে তুলবে।আমরা সকলে একসঙ্গে কাজ করলে বাংলাদেশ একটি নতুন উচ্চতায় পৌঁছাবে। ৷ সুন্দর এ আয়োজনকে সফল করতে শ্রম দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসা কালিম উল্যাহ্। তাকে অন্যান্য শিক্ষকদের মধ্যে যারা সহযোগিতা করেছেন তারা হলেন জসীম উদ্দিন, রাশেদ,মহিবুল্লাহ কাফি,লাইলী,আঁখি, খাদিজা, শিল্পী, শিউলী, লীরা,ইলমি,রূপসী, ফারিয়া ও দীমা।আরো উপস্থিত ছিলেন অরবিট প্রি- ক্যাডেট স্কুলের পরিচালক অলিউল্লাহ খোকন ও শামসুন নাহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *