প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সুজন
প্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে ফতুল্লায় ব্যবসায়ীর স্ত্রীকে উত্যক্ত করায় দুই বখাটের বিরুদ্ধে থানায় অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক, জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ফতুল্লা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল আলোকিত নারায়ণগঞ্জ ২৪ ডট নেট এর নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম সুজন।
সাংবাদিক নজরুল ইসলাম সুজন বলেন, ফতুল্লা দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনী এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে সাখাওয়াত এলাকার একজন খারাপ ও অসাধু প্রকৃতির লোক। সে অত্র এলাকায় বিভিন্ন অপকর্ম করিয়া বেড়ায়। তার বিরুদ্ধে এলাকায় একাধিকবার বিচার শালিশি হইয়াছে। তাকে আমি অপকর্ম করা হইতে বিরত থাকিতে বলার পর হইতেই সে আমার সহিত শত্রুতা করিয়া আসিতেছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাত নয়টার সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় সে পথরোধ করিয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকি ধামকি দিয়ে থাকে। আমি ও আমার ছোট ভাই নাদিম পাঠান এর প্রতিবাদ করি চলে আসি।
প্রকাশিত সংবাদটি আজগুবি ও ভিত্তিহীন। এর সাথে সত্যের লেশমাত্র সম্পর্ক নেই এবং সমাজে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে মেতে উঠেছে। সাখাওয়াতের সাথে মিলে তার স্ত্রীকে দিয়ে ফতুল্লা মডেল থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে । পরে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি সংবাদটির তীব্র প্রতিবাদ জানাই।