ফতুল্লায় পরিবেশ দূষণ ও সামাজিক অবক্ষয় রোধে “মতবিনিময় সভা”
মোস্তাক আহমেদ : অনেকটাই অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ফতুল্লার পিলকুনীতে অবস্থিত আক্তার ইস্পাত ইন্ডাস্ট্রিজ কতৃপক্ষ। বিভিন্ন মহল থেকে অনেক অনুরোধ, বারবার সতর্ক করার পরেও কাউকেই পাত্তা দিচ্ছেন না এই মিল মালিক। জনগণের ভোগান্তির কথা চিন্তা না করে বিষাক্ত কালো ধোঁয়া নির্গমনের সুব্যবস্থা না করেই দিব্যি মিল চালিয়ে যাচ্ছে।
জানা যায়, সুচতুর এই মালিক নাকি এলাকার নামসর্বস্ব আতি, পাতি, ছাতি নেতা ও কিছু বখাটেদের কৌশলে কিছু সুবিধা দিয়ে ম্যানেজ করে এমনটি করবার দুঃসাহস দেখাচ্ছে।প্রায় অর্ধ-শতাধিক সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানসহ পিলকুনী,নন্দলালপুর, আলীগঞ্জ,দাপা- ইদ্রাকপুর, দেলপাড়ার ৩০/৪০ হাজার মানুষ এই বিষাক্ত কালো ধোঁয়ার আক্রমণের শিকার। এতে শিশুরা বেশি আক্রান্ত হয়ে পড়ছে।ইতোমধ্যে তাদের মধ্যে শ্বাসকষ্ট, চুলকানি, এলার্জি ক্রমেই বাড়ছে। এটি নিয়ে বহুবার সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন ও প্রিন্ট মিডিয়াতে ফলাও করে প্রচারও হলেও কারোরই কোন ভ্রুক্ষেপ নেই।এরই সুবাদে “দেহ বাঁচে নিঃশ্বাসে, ঐক্য হোক বিশ্বাসে” এই স্লোগানকে সামনে রেখে এলাকার কিছু সচেতনমহল উদ্যোগ নিয়ে শনিবার (২৯ জুন) বিকেলে পিলকুনী পুলপাড় মসজিদ মার্কেট সংলগ্ন এক “মতবিনিময় সভার” আয়োজন করেন। বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব সালাউদ্দিন খোকা মোল্লার সভাপতিত্বে ও ইকবাল হোসেন মোল্লার সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। পাঁচটি গ্রামের লোকজনের ব্যাপক উপস্থিতি থাকলেও মূলত ভুক্তভোগী পিলকুনী গ্রামের তেমন উল্লেখযোগ্য লোকজন কোনো এক অদৃশ্য কারণে দেখা যায়নি। সেখানে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম, ৮ নং ওয়ার্ডের সদস্য শেখ মো. ইমান আলী, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য আরজুদা বেগম খুকী ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা সাবেক ইউপি সদস্য ফজলুল হক, সুলতান মাহমুদ, রুহুল আমিন দীপু, দেলোয়ার হোসেন প্রধান, মোহাম্মদ উল্লাহ বিক্রমপুরী, আমীর আলী, নুরুল আমীন, সোহেল, হুমায়ুন কবির, শামীম প্রধান, মনির হোসেন, বাবুল, বাবু, রাজীব, মিন্টুসহ অনলাইন ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকবৃন্দ।বক্তারা বলেন, জনগণের ভোগান্তি হবে এমন কোন বিধান শ্রম ও শিল্প আইনে নেই।আইন মেনেই তাদের মিল- ইন্ডাস্ট্রি চালাতে হবে।আক্তার ইস্পাত ছাড়াও আরো যে সকল শিল্প প্রতিষ্ঠান জনগণকে ভোগান্তি দিচ্ছে তাদেরকেও হুঁশিয়ার করে দেন।বিষাক্ত কালো ধোঁয়ার বন্ধের পাশাপাশি সামাজিক অবক্ষয় যেমন মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং রোধের ব্যাপারেও জোড়ালো বক্তব্য রাখেন। এলাকাবাসীর সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব করেন কেউ কেউ। ইউপি সদস্য জাহাঙ্গীর আলম সালাউদ্দিন খোকা মোল্লাকে আহ্বায়ক ও ইকবাল হোসেন মোল্লাকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তাব করলে উপস্থিত সকলের সম্মতিতে তা গৃহীত হয়। উৎসুক জনতা একটি প্রতিবাদ মিছিল করতে চাইলে সভাপতি সকলকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করেন।তিনি বলেন, তিনদিনের মধ্যে সকল এলাকার লোকজন নিয়ে একটি কমিটি ঘোষণা দিবেন পাশাপাশি আক্তার ইস্পাতের মালিকের সাথে যোগাযোগ করে আশু প্রতিকারের ব্যবস্থা নিতে অনুরোধ করবেন।সমস্যা সমাধানে ব্যর্থ হলে ব্যাপক কর্মসূচির আয়োজন করা হবে তিনি জানান। সভাশেষে পরিবেশ দূষণরোধে প্রতিবাদস্বরূপ সবাইকে নিয়ে লসিমিয়া মাদরাসা সংলগ্ন কালভার্টের দুইপাশে নিম গাছের চারা রোপণ করেন।