নির্বাচন থেকে সরে দাড়ালেন জাপার ৭৬ প্রার্থী
বাংলাদেশীয়া সংবাদ : মাত্র দুই দিন পড়ে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই চুড়ান্ত মূহুর্তে নির্বাচন থেকে সরে দাড়ালেন জাতীয় পার্টির ৭৬ টি আসনে মনোনীত প্রার্থীগণ।
তারা প্রায় সকলেই নির্বাচনে পরিবেশ ও আর্থিক সমস্যার কথা উল্লেখ করেছেন। এ ব্যাপারে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাংবাদিকদের বলেন কারো কারো আর্থিক সমস্যা থাকতে পারে তবে অবস্থা দেখে বুঝা যাচ্ছে বিষয়টি উদ্দেশ্য প্রনোদিত। যারা এ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাড়ালেন নির্বাচনের পরে তাদের ব্যপারে ব্যাবস্থা নেয়া হবে।
জাপার মহা সচিব মুজিবুল হক চুন্নু বলেন আমাদের প্রার্থীদের আর্থিক সমস্যা আছে। দল থেকে যে ভাবে সহযোগিতা করার প্রয়োজন ছিল তা আমরা করতে পারিনি।
দলটির আওয়ামী লীগের সাথে সমঝোতার ২৬ টি আসনের প্রার্থী ব্যতিত কারোরই তেমন কোন নির্বাচনি প্রচারনা নেই। অনেকেই অভিযোগ করেন বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে চেয়ে ফোন দিলে ফোন ধরেন না পার্টির মহাসচিব ও চেয়ারম্যান।
পদত্যাগকৃত জাপার হেভিওয়েট প্রার্থী কাজী ফিরোজ রশিদ ও তারেক আহম্মেদ আদেল মনেকরেন বিভিন্ন অভিযোগ ও সমস্যা নিয়ে নির্বাচনের পরে তোপের মুখে পরতে পারেন পার্টির মহাসচিব ও চেয়ারম্যান।