না.গঞ্জ সদরে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন
জাহাঙ্গীর হোসেনঃ
ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয়ের আয়োজনে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম’র নেতৃত্বে সদর উপজেলা চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেলের শাহাদাৎ হোসেন, সহকারি কমিশনার (ভূমি) সদর সার্কেলের লাইলাতুল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) সিদ্ধিরগঞ্জ সার্কেলের তানজিমা আনজুম সোহানীয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনীক বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আবু তালেব, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা শাহ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুস সালাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোস্তফা কামাল ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাতসহ সদর উপজেলার অন্যান্য দপ্তর প্রধানগণ।