নারায়ণগঞ্জে রাইটার্স ক্লাবের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
জাহাঙ্গীর হোসেনঃ
নারায়ণগঞ্জে রাইটার্স ক্লাব জেলা শাখার আয়োজনে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) বিকালে নগরীর চাষাড়া রামবাবুর পুকুরপারস্থ রুপান্তর লিভিং কার্যালয়ে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কাজি আনিসুল হক হীরা’র সভাপতিত্বে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
১০ নভেম্বর মাসের ২য় শুক্রবারের সাহিত্য আড্ডা মূখ্যব্যাক্তি হিসেবে উপস্থিত ছিলেন কবি, গীতিকার ও সুরকার এস এ শামীম, কবি বীর মুক্তিযোদ্বা মোঃ আবদুর রহমান, প্রধান আলোচক ছিলেন কবি দীপক ভৌমিক, আলোচনা করেন কবি রইস মুকুল, কবি আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা কবি আল-আশরাফ বিন্ধু, কবি হামিদ কাফি ।
কবি ফরিদুল মাইয়ানের সার্বিক ব্যবস্থাপনায় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক কবি শফিকুল ইসলাম আরজু, কবি রাজলক্ষ্মী, কবি মোঃ বশিরউদ্দিন, কবি জয়নুল আবেদীন জয়, কবি গিয়াসউদ্দিন খন্দকার, কবি আলতাফ হোসেন রায়হান, কবি এমডি সোহেল, কবি আমির হোসেন, কবি ইশরাত রুবাইয়া, কবি মৃদুল সাহা, কবি সাবিতা রানী, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, কবি আবুল কালাম আজাদ, কবি হারুন অর রশিদ সাগর প্রমুখ।
উপস্থিত সকলে স্বরচিত লেখা পাঠের মাধ্যমে হেমন্তের সন্ধ্যা প্রাণবন্ত হয়ে ওঠে এবং লেখালেখির বিষয়ে সকলেই উন্মুক্ত আলোচনা করেন ।