নারায়ণগঞ্জে কোভিড-১৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
জাহাঙ্গীর হোসেনঃ স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণে নারায়ণগঞ্জে কোভিড-১৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান’র সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়।
সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা আসিফ মাহমুদ’র সঞ্চালনায় সেমিনারে বিষয়ভিত্তিক প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম মেহেদী হাসান।
সেমিনারে অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন জুনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মো. শাকির হোসেন, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ, জেলা পাবলিক হেলথ নার্স জেনেভা হারুন, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান, জেলা সেনিটারী ইন্সপেক্টর লিয়াকত আলী ভূঁইয়া ও পরিসংখ্যান কর্মকর্তা মো. আনোয়ার হোসেন প্রমূখ।