নারায়ণগঞ্জে ইঁদুর দমন অভিযান উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
জাহাঙ্গীর হোসেনঃ
“ছাত্র-জনতা-কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই” এই প্রতিপাদ্য সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় ইঁদুর দমন অভিযান-২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাত’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সদর উপজেলার কমকগণ উপস্থিত ছিলেন।