নারায়ণগঞ্জের ফতুল্লায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
জাহাঙ্গীর হোসেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ক্ষুদ্র উপহার নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পক্ষে ফতুল্লা ইউনিয়ন পরিষদ থেকে ৭শ’ অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (২১ জানুয়ারি) দুপুরে ফতুল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অত্র ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মিসির আলী, ফতুল্লা থানা যুব লীগের সভাপতি মীর সোহেল আলী ও সাধারণ সম্পাদক মো. ফাইজুল ইসলাম ও ফতুল্লা থানা আওয়ামী লীগের ১নং কার্যকরি সদস্য আবু মো.শরিফুল হক।
এছাড়াও কম্বল বিতরণ অনুষ্ঠানে ফতুল্লা ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণও উপস্থিত ছিলেন।