দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া’র ১৫ তম মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা
মোস্তাক আহমেদ : দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ড. এম. এ ওয়াজেদ মিয়ার ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে বৃহস্পতিবার (৯ মে) বিকাল ৩ঃ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামী মহিলালীগের সহ-সভাপতি শিরিন নাঈম পুনম, আওয়ামী লীগ নেতা এম এ করিম,বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইঞ্জি.তালুকদার সারোয়ার হোসেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো. গণি মিয়া বাবুল, ঢাকা মহানগর (দঃ) আওয়ামীলীগের উপদেষ্টা মিনহাজ উদ্দিন মিন্টু, কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মো. নূর নবী এবং বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক সেলিনা সুলতানা শিউলী।৷ অনুষষ্ঠান সঞ্চালনায় ছিলেন বঙ্গবন্ধু একাডেমীর প্রতিষ্ঠাতা মহাসচিব হুমায়ুন কবির মিজি। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু একাডেমীর সভাপতি শফিকুর রহমান।