খেয়াপার–আবু নাসির
ছোট মন ছোট আশা
ছোট ছোট ভালোবাসা
জীবনকে করে মধুময়
লোভ মোহ ত্যাগ করে
চলে সরল পথ ধরে
জীবন সুন্দর হয় প্রেমের ছোঁয়ায়।
সরল পথ ছেড়ে
বিপথে যারা ঘোরে
বেলা শেষে তাদের হয় সর্বনাশ
লোভ মোহ জীবন নয়
জীবন ভরে কালিমায়
স্বেচ্ছায় যায় না ধরা সুনীল আকাশ।
অন্যায় পথে আয় করে
সুখের জীবন ক্রয় করে
পরিশেষে সুখ কাল হয়
ন্যায়ের পথে চলে
যা অর্জন মেলে
সে অর্জন কভু হয় না লয়।
যাদের জীবন সহজ যতো
এ ভবে সুখী তারা ততো
সহজ জীবন ছেড়ে যে যায় বাঁকা পথে
পায় না তারা সুখের দেখা
দিন শেষ হতে হয় একা
বিপদে পড়ে তারা খেয়া পার হতে।।