ওয়ারেন্ট ভুক্ত আসামি কথিত সাংবাদিক সেই শাহাবুদ্দিন গ্রেফতার

বাংলাদেশীয়া সংবাদ : এক সময় ফতুল্লায় টিভি সাংবাদিক হিসেবে আলোচিত-সমালোচিত সেই শাহাবুদ্দিন গ্রেফতার হয়েছে।
সোমবার ২১ শে এপ্রিল রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকায় একটি বাউল গানের আসর থেকে সাহাব উদ্দিন সাহাব নামের এই সাংবাদিককে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানার পুলিশ। তিনি একটি বেসরকারি টেলিভিশনের সংবাদদাতা হিসেবে নিজেকে পরিচয় দিতেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আদালতে বেশ কয়েকটি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারী করে আদালত। ওই গ্রেফতারী পরোয়ানার ভিত্তিতে সাহাব উদ্দিন সাহাবকে গ্রেফতার করে পুলিশ। সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন সে অত্র এলাকায় মাদক কারবারিদের সাথে সম্পৃক্ততা, মাদক সেবন, চাদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
২০২২ সালেচাদাবাজির অভিযোগসহ নানা অভিযোগ এনে ওই চ্যানেল থেকে তাকে অব্যাহতি দেয়া হয়। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, সাহাব উদ্দিনের বিরুদ্ধে একটি গ্রেফতারী পরোয়ানা ছিলো। সেই গ্রেফতারী পরোয়ানায় তাকে আটক করেছে পুলিশ। তাকে আজ মঙ্গলবার কোর্টে উঠানো হোতে পারে।