হ্যাল্পিং হ্যান্ড’ এর যুগপুর্তি উৎসব পালিত

মোস্তাক আহমেদ : ‘মানুষ মানুষের জন্য’- স্লোগানভিত্তিক সংগঠন “হ্যাল্পিং হ্যান্ড” এর যুগপুর্তি উৎসব শুক্রবার (১৭মে) বিকেল ৪ঃ৩০ মিনিটে সদর উপজেলার ফতুল্লার এনায়েতনগরের মুসলিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।খন্দকার লুৎফর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা সুলতানা শিউলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী সাবেক পিপি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম.এ. মান্নান বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান।সভার আলোচনাপর্ব শেষে বীরমুক্তিযোদ্ধা শিক্ষক, নারী উদ্যোক্তাদের সম্মাননা স্মারক প্রদান দুঃস্থ মহিলাদের সেলাই মেশিন ও গরীব শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।সবশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।