সিদ্ধিরগঞ্জে আমরা মোহামেডান এর প্রতিষ্ঠাতা মরহুম হাবিবুর রহমান হাবিব এর ২৪ তম মৃত্যু বার্ষিকী পালিত

মো. সেলিম মুন্সি : আমরা মোহামেডান এর প্রতিষ্ঠাতা মরহুম হাবিবুর রহমান হাবিব এর ২৪ তম শাহাদৎ বার্ষিকী পালিত
নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ আমতলী চেয়ারম্যান বাড়ি মরহুমের নিজ বাসভবনে ২৪ শে ফেব্রুয়ারী সোমবার দুপুরে এ অনুষ্ঠান হয়। প্রথমে এলাকার গণ্যমাণ্য ব্যক্তি, মরহুমের সহধর্মিণীর পরিচালিত মাদ্রাসার এতিম ও সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষদের নিয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। পরে মরহুমের বন্ধু, এলাকাবাসী, পরিচিত জন ও আমরা মোহামেডান এর কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভা এবং স্মৃতি চারণ মূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান কেন্দ্রীয় আমরা মোহামেডান এর প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এর সহধর্মিণী শিরিন হাবিব। তিনি তার বক্তব্যে সকলের প্রতি তার স্বামীর রুহের মাগফেরাত কামনায় দোয়া কামনা করেন।
শিরিন হাবিব তার বক্তব্যে বলেন মরহুম হাবিবুর রহমান হাবিব নিজের টাকায় এলাকায় অনেক উন্নয়ন মূলক কাজ করেছেন। নারায়ণগঞ্জে খেলাধুলার উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কাজে বিশেষ ভুমিকা রাখেন। এসময় উপস্থিত ছিলেন আমরা মোহামেডান এর উপদেষ্টা মজিবুর রহমান, সালাউদ্দিন মুক্তি, আমরা মোহামেডান এর কেন্দ্রীয় কমিটির সভাপতি খোরশেদ আলম নাসির, সাধারণ সম্পাদক ডিএইচ বাবুল, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মো. মিলন, সিদ্ধিরগঞ্জ থানা সাধারণ সম্পাদক আকবর হোসেন, মো. সেলিম মুন্সি, হেমায়েত রসুল রিপনসহ আরো অনেক গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।