সদস্য সচিব হত্যা মামলার আসামি হওয়ায় মধ্য শিয়াচর গ্রাম উন্নয়ন কমিটি বিলুপ্ত

বাংলাদেশীয়া সংবাদ : কমিটির সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি হওয়ায় মধ্য শিয়াচর গ্রাম উন্নয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
৯ই মার্চ রবিবার কমিটির আহ্বায়ক অলি উল্লাহ খোকন মাস্টার এর লিখিত এক বক্তব্যে তিনি এ কথা জানান।
খোকন মাস্টারের বক্তব্যে তিনি বলেন গত ০৭.০৩.২০২৫ তারিখে মধ্য শিয়াচর গ্রাম উন্নয়ন কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে ভুল বসত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামী মিজানুর রহমান মিলনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়, তাই উক্ত কমিটি আজ ৯/০৩/২৫ তারিখ সর্বসম্মতিক্রমে বিলুপ্ত ঘোষণা করা হলো। পারবর্তিতে নতুন কমিটি ঘোষণা করা হবে।
এর পূর্বে গত ৭ মার্চ (শুক্রবার) বিকাল ৪ টায় ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের মধ্য শিয়াচর গ্রাম উন্নয়ন কমিটি গঠন করার লক্ষ্যে মরহুম আ. গণি হাজী বাড়ির মোড়ে অনুষ্ঠিত হয়। জনাব মো. হযরত আলীর সভাপতিত্বে অলিউল্লাহ খোকন মাস্টারকে আহ্বায়ক ও মো. মিজানুর রহমানকে সদস্য সচিব করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন জিল্লুর রহমান রিপন, মাসুদুর রহমান খোকন, মো. আক্তার হোসেন, মো. আকবর হোসেন, এজাজ মিয়া, আক্কাস আলী, সোহেল, শামীম, স্বপন, তারেক রহমান ও মিন্টু।