বিএনপি নেতা সালাউদ্দিন এর ডিআইটি মাঠের জনসভায় বিশাল শোডাউন।

বাংলাদেশীয়া সংবাদ : কুতুবপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাউদ্দিন এর বিশাল শোডাউন।
শনিবার ১২ই এপ্রিল ঐতিহাসিক ফতুল্লা ডিআইটি মাঠে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবী ও রাস্ট্র সংস্কারের লক্ষে জনসভায় সালাউদ্দিন কয়েক শত নেতা-কর্মীদের নিয়ে জনসমাবেশে যোগদেন। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দিপু, মাশুকুল ইসলাম রাজিব, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি এমএ মান্নান, জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক একরামুল কবির মামুনসহ আরো অনেকে।
ফতুল্লা থানা বিএনপি সভাপতি শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো. চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক সহ বহু নেতাকর্মী, সেই সাথে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, পেশাজীবি নেতৃবৃন্দসহ এলাকার মুরুব্বিসহ বহু নারী পুরুষ।