নূর মসজিদ মহল্লাবাসী এর উদ্যোগে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে সভা অনুষ্ঠিত।

নূর মসজিদ মহল্লাবাসী এর উদ্যোগে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে সভা অনুষ্ঠিত।
২১ জুন শুক্রবার বাদ আছর নূর মসজিদ মহল্লাবাসী এর উদ্যোগে এলাকার বিভিন্ন সমস্যা (মাদক, চুরি, কিশোর গ্যাং ইত্যাদি) নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নূর মসজিদ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উক্ত সভায় নূর মসজিদ মহল্লাবাসীর পঞ্চায়েত কমিটির সভাপতি আবু বকর মল্লিক সভাপতিত্ব করেন। মসজিদ ই নূরের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাহাতের সঞ্চালনায় এলাকায় নানামুখী সমস্যা নিয়ে আলোচনা করেন উপস্থিত এলাকাবাসী। উপস্থিত সকলের উদ্দেশ্যে মসজিদে নূরের সহ সভাপতি ইদ্রিস হাওলাদার সাহেবের বক্তব্যে সভা শেষ হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন মসজিদে নূরের সিনিয়র সভাপতি এ কে এম শফিউজ্জামান, ব্রাইট স্টার ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম জুয়েল প্রমুখ।
উক্ত সভায় সমস্যা সমাধানে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়।
রাতের অন্ধকার দূর করনের জন্য রাস্তার পাশের বাড়িগুলোতে লাইটের ব্যবস্থা করা।
বাড়ি ভাড়াদেয়ার ক্ষেত্রে ভাড়াটিয়া পরিপূর্ণ তথ্য সংগ্রহ করে রাখা।
এলাকাবাসীর মাঝে একতা তৈরি করা। সকল বিপদে একে অন্যের পাশে থেকে মোকাবিলা করা।
আঙ্গিনা হাউজিং এর মালিকের সাথে যোগাযোগ করে তার সাথে আলোচনা করা।
যাদের কে সন্দেহজনক মন হবে তাদের পরিবার কে অবহিত করা পাশাপাশি প্রশাসনের সাহায্যে ব্যবস্থা নেওয়া ইত্যাদি।

All reactions:
3Azimul Islam and 2 others