নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, তৃনমূলে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল

নিউজ টি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।

মো. সেলিম মুন্সি : গিয়াস উদ্দিন নেতৃত্বাধিন নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
এতে স্বস্তি প্রকাশ করেছেন তৃনমূলের বহু নেতা কর্মী।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিএনপি,র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিসত্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে।
গত বছরের ১৮ জুন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে সাবেক সংসদ সদস্য মো. গিয়াস উদ্দিন সভাপতি ও গোলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটি গঠনের পর থেকেই নারায়নগঞ্জ জেলা বিএনপি ও এর অংগ সংগঠন গুলোতে অসন্তোষ এবং গ্রুপিং চরম আকার ধারণ করে। কমিটি গঠন হওয়ার পর থেকে এ পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি নিয়ে একটি মিটিং করার ক্ষমতাও গিয়াস উদ্দিন এর হয়নি। তাছাড়া তার নামে ছিলো নানা অভিযোগ।
দলীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৫ আগস্ট পটপরিবর্তনের পর জেলার নিজ দলীয় বিভিন্ন নেতাকর্মীর নামে চাঁদাবাজি, দখলবাজি এবং টাকার বিনিময়ে বিভিন্ন অপরাধীদের আশ্রয় ও রক্ষা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরি পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করে দেয় কেন্দ্রীয় বিএনপি। সেই কমিটির সুপারিশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে দলীয় সূত্র জানায়।
জেলা কমিটি বিলুপ্ত করায় নারায়ণগঞ্জে বিভিন্ন এলাকায় বিএনপির বহু নেতাকর্মীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *