Uncategorized

নতুন বছরের শুরুতেই ফতুল্লার কুতুবপুরে খুন

নিউজ টি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।

মো. সেলিম মুন্সি : ফতুল্লার কুতুবপুরে নতুন বছরের শুরুতেই একজন খুন হয়েছে।
জানাযায় পূর্ব শত্রুতা ও নতুন বছর উদযাপন নিয়ে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে হৃদয় (২০) নামে এক যুবক নিহত হয়।
গুরুতর আহত অন্তত ৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

বুধবার নববর্ষের প্রথম প্রহরে থার্টি ফাস্ট নাইট উদযাপন কালে সংঘর্ষের ঘটনাটি ঘটে। পরে রাত সোয়া ২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক হৃদয় নামের যুবককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুই যুবকের জরুরি বিভাগের ৪ নং ওয়ার্ডের চিকিৎসা চলছে বলে জানান।

সূত্রে জানা গেছে, নিহত হৃদয় নারায়ণগঞ্জের ফতুল্লা পাগলা বউবাজার এলাকার মো. হাবিবের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক।

হৃদয়ের বন্ধু সাব্বির জানান, ‘গতরাত সোয়া বারোটার দিকে নিজেদের এলাকায় আমরা কয়েকজন বন্ধু মিলে থার্টি ফার্স্ট নাইট পালন করছিলাম। এ সময় পূর্বশত্রুতার জেরে একই এলাকার ৭/৮জন যুবক এসে আমাদেরকে মারধরের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে হৃদয়সহ আমাদের তিন বন্ধু গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, হৃদয় আর বেঁচে নেই’ মারা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গতরাতে নারায়ণগঞ্জ থেকে রক্তাক্ত জখম অবস্থায় তিন যুবককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা শেষে হৃদয় নামে তাদের একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুই যুবকদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

নিহত হৃদয় নামের ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।স্থানীয় থানা পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান এ চিকিৎসক।

ফতুল্লা মডেল থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *